গরু মোটাতাজাকরণ ঔষধের নাম, প্রয়োগ বিধি এবং গরুর ভিটামিন পাউডার

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম ও কার্যপ্রণালী এবং সঠিক প্রয়োগ বিধি সম্পর্কে না জেনে পশুকে সকল প্রকার ঔষধ দেওয়া থেকে বিরত থাকা উচিত। বাজারে নামে বেনামে গবাদি পশুর প্রচুর ঔষধ পাওয়া যায়, যার অধিকাংশই গবাদিপশু মোটাতাজাকরণে আশানুরূপ ফলপ্রসূ নয়। এছাড়াও গরুর ভিটামিন পাউডার বাজারে নকলের সয়লাব।
গরু-মোটাতাজাকর- ঔষধের-নাম
গরু মোটাতাকাজরণ প্রকল্পে সফল হতে অবশ্যই খামার ব্যবস্থাপনার খুটিঁনাটি সম্পর্কে বিশদ জ্ঞান থাকা আবশ্যক। বিশেষ করে গরু মোটাতাজাকরণে দানাদার খাদ্যের পাশাপাশি দ্রুত মাংসবৃদ্ধিকরণ ঔষধ, রুচিবর্ধক ঔষধ এবং পরজীবী সংক্রমণনাশক ঔষধের কার্যপ্রণালী ও এর প্রয়োগ বিধি সম্পর্কে জানা একান্ত প্রয়োজন।

ভূমিকা

গবাদি পশু পালন ও খামার ব্যবস্থাপনায় পশু ক্রয়ের পর একজন বিশেষজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে গরু কোন রোগে আক্রান্ত কিনা তা নির্ণয় করতে হবে। গরু কোন রোগে আক্রান্ত থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে হবে। কেননা রোগাক্রান্ত গরু কখনো পেট ভরে খেতে চায় না, যার ফলে পশুর স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে এবং আশানুরূপ ফল দিতে ব্যর্থ হয়।
পশুকে ডি-ওয়ার্মিং কর্মসূচির (Deworming Programme) মাধ্যমে কৃমিমুক্ত করাতে হবে। কারণ আমাদের দেশের প্রায় ১০০% গরু বিভিন্ন পরজীবি দ্বারা আক্রান্ত হয়। এজন্য পশু ক্রয় করার পর অবশ্যই কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে। পশুকে পরজীবী সংক্রমণমুক্ত রাখতে প্রতি ৩/৪ মাস পর পর কৃমিনাশক ঔষধ প্রয়োগ করা উচিত।

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম ও প্রয়োগ বিধি

লাভজনক খামার ব্যবস্থাপনায় গরু মোটাতাজাকরণ ঔষধের নাম, প্রয়োগ বিধি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হলো:

কৃমি নাশক ঔষধের নাম: মোটাতাজাকরণ প্রকল্পে গরু ক্রয়ের পরপরই গরুকে কৃমিনাশক ঔষধ দিতে হবে। কারণ স্থান পরিবর্তনের ফলে গরু কৃমি সংক্রমণের ঝুঁকিতে থাকে। আর কৃমি সংক্রমণের ফলে গরুর স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে।

ট্যাবলেটের নাম: 
  • Levanid 1500mg bolus (Acme)
  • Navades 1500mg (Navana)
  • Trox bolus 1500mg (Chemist)
  • Triclazol bolus 1500mg (SK + F) 
  • Tremacid 1500mg bolus (Renata)
  • Endex 1500mg (Novartis)
  • LT-vet 1500mg bolus (Acme)
সেবন বিধি: উপরের যে কোনো একটি ঔষধ প্রতি ৮০-১০০ কেজি ওজনের গরুর জন্য ১টি ট্যাবলেট খালি পেটে কলার পাতায় মুড়িয়ে বা গুড়ো করে পানি যোগে বা খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে।

ইনজেকশনের নাম: 
  • Inj. Nitronex 30ml x 1 vial (Renata)
  • Inj. Oxynil 50ml vial (Techno)
  • Inj. Dovenix 50ml, 250ml (Advance)
প্রয়োগ বিধি: উপরের যে কোন একটি কৃমিনাশক ইনজেকশন প্রতি ১০০ কেজি ওজনের গরুর জন্য ৫ মিলি পরিমাণ ঔষধ গরুর ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে। পশুকে ইনজেকশনের মাধ্যমে কৃমিমুক্ত করার সুবিধা হলো এতে পশুর রুচির পরিমাণ বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

ব্যাকটেরিয়া দূরীকরণ ঔষধের নাম: গরুকে ব্যাকটেরিয়া সংক্রমণমুক্ত করতে কিছু ঔষধ প্রয়োগ করা যেতে পারে যা ব্যাকটেরিয়া নিরাময়ে দ্রুত কাজ করে।

ট্যাবলেটের নাম: 
  • Tab. Fasinex 900mg (Novartis)
  • Tab. Flukenil 900mg (Renata) ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে।
সেবন বিধি: উপরের যে কোন একটি ট্যাবলেট প্রতি ৭০-৮০ কেজি ওজনের পশুর জন্য ১টি ট্যাবলেট খালিপেটে সেবন করাতে হবে।

উপরোক্ত ইনজেশন বা ফ্যাসিনেক্স বা ফ্লুকেনিল ট্যাবলেট দিয়ে পশুকে চিকিৎসা করার ১৫ দিন পর নিম্নে যে কোন একটি কৃমিনাশক ঔষধ পুনরায় খাওয়াতে হবে।
  • এন্ডোকিল ৬০০ মিগ্রা বোলাস (Endokil 600mg bolus, ACI)
  • এলবেনসিড বোলাস ৬০০ মিগ্রা (Albenicid bolus 600mg, Chemist)
  • রালনেক্স ৬০০ মিগ্রা বোলাস (Ralnex 600mg bolus, Novartis)
  • বেনাজল ৬০০ মিগ্রা বোলাস (Benazol 600mg bolus, Acme)
  • পেরাক্লিয়ার ২৫০ মিগ্রা ট্যাবলেট (Peraclear 250mg Tablet, Techno)
সেবন বিধি: উপরোক্ত যে কোন একটি কৃমিনাশক ট্যাবলেট প্রতি ৭০-৮০ কেজি ওজনের পশুর জন্য ১টি বড়ি খালি পেটে সেবন করাতে হবে।

গরুর রুচি বর্ধক ঔষধ: কৃমিনাশক ঔষধ ব্যবহারের ফলে পশুর সাময়িক রুচি কমে যেতে পারে এবং শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাই পশুর রুচি বর্ধনের জন্য নিম্নবর্ণিত ঔষধ খাওয়াতে হবে।

রুচি বর্ধক পাউডার:
  • হারবো-টপ ২০ গ্রাম (Herbo-top, Doctors)
  • জাইমোজেন পাউডার ১০ গ্রাম (Zymogen Powder 10gm, Chemist)
  • জিজিম্যাক্স পাউডার ২০ গ্রাম (DG max, 20gm, ACME)
  • ডিবি-জাইম পাউডার ২০ গ্রাম (DB-Zyme 20 gm Powder, Navana)
  • স্টমাভেট পাউডার ২০ গ্রাম (Stomavet 20 gm Powder, Renata)
  • এপিভেট ১০ গ্রাম (Appivet 10 gm, Techno)
সেবন বিধি: উপরোক্ত যে কোন একটি ঔষধ ১/২ + ০ + ১/২ প্যাকেট পাউডার ০৩ দিন পরিমাণমত পানির সাথে মিশিয়ে যেকোন বোতলের সাহায্যে খাওয়াতে হবে।
রুচি বর্ধক ট্যাবলেট:
  • ট্যাবলেট এনোরা (Tab. Anora, Acme)
  • রুমিক্স (Rumix bolus, Novartis)
  • মিভিট বোলাস (Mivit bolus, Chemist)
  • রেক্সন বোলাস (Rexon bolus, SK+F)
  • রুমেনসল ভেট বোলাস (Rumensol vet bolus, Speed Care)
প্রয়োগ বিধি: উপরোক্ত যেকোন একটি ট্যাবলেট ১ + ০ + ১ নিয়মে ০১ মাস খাওয়াতে হবে।

গরুর কৃমির ইনজেকশন দেওয়ার নিয়ম / ট্যাবলেট খাওয়ানোর নিয়ম

কৃমিনাশক ঔষধ খাওয়ানোর সময় নিম্নবর্ণিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন-
  • বেশি দুর্বল গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো যাবে না। 
  • প্রচন্ড গরমে কৃমিনাশক ঔষধ খাওয়ানো উচিত নয়।
  • কৃমিনাশক ঔষধ খুব সকালে খালি পেটে খাওয়াতে হবে এবং ঔষধ খাওয়ানোর ২-৪ ঘণ্টা গরুকে অভুক্ত রাখতে হবে। ফলে ঔষধ দ্রুত ও সঠিকভাবে কৃমির উপর কাজ করে।
  • সঠিক মাত্রায় ঔষধ খাওয়াতে হবে। কম মাত্রায় ঔষধ খাওয়ালে কৃমি দমন হবে না আবার মাত্রাতিরিক্ত বেশি খাওয়ালে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
  • বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ভালো কোম্পানির ঔষধ খাওয়াতে হবে। 
  • কৃমিনাশক ঔষধ ট্যাবলেট হলে তা কলাপাতায় মুড়িয়ে বা গুড়া করে পরিমাণমত পানিতে মিশিয়ে পরিস্কার বোতলে করে খাওয়াতে হবে। 
  • কৃমিনাশক ইনজেকশন হলে খুব সাবধানে ঘাড়ের চামড়ার নিচে দিয়ে ভাল করে ম্যাসেজ করে দিতে হবে। 
  • সর্বোপরি যে কোন ঔষধ প্রয়োগের পূর্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।

গরু মোটাতাজাকরণ ভিটামিন পাউডার

পশুর শরীরে দ্রুত মাংস বৃদ্ধির জন্য ইউরিয়া মোলাসেস ও দানাদার খাদ্যের পাশাপাশি নিয়মিত ভিটামিন দেওয়া একান্ত প্রয়োজন। বাজারে অনেক ডিবি-ভিটামিন পাওয়া যায় তার মধ্যে যে কোন একটি ব্যবহার করতে হবে। যেমন-
  • গ্রোথটনিক পাউডার ১০০ গ্রাম (Growth Tonic Powder, Speed Care)
  • সেবন বিধি: ২০-৪০ গ্রাম বা ৪-৮ চা চামচ প্রতিদিন দানাদার খাদ্য যোগে খাওয়ালে পশুর দ্রুত মাংস বাড়ে।
  • বার্গা ফ্যাট টি-৩০০, ০১ কেজি (Burga Fat T-300, 01 kg Doctors)
  • সেবন বিধি: ৫০-১০০ গ্রাম বা ১০-২০ চা চামচ প্রতিদিন দানাদার খাদ্য যোগে খাওয়ালে পশুর দ্রুত মাংস বাড়ে।
এছাড়াও নিম্নলিখিত আরও কিছু ভিটামিন পাউডার গরুর দ্রুত মাংস বৃদ্ধিতে খুবই কার্যকরী।
  • ভিটামিক্স ডিবি ১০০ গ্রাম, ১ কেজি
  • এসকাভিট ডিভি পাউডার ১০০ গ্রাম, ১ কেজি
  • ডিবি ভিটামিন ১০০ গ্রাম, ১ কেজি পাউডার
  • মেগাভিট-ডিবি ১০০, ১০০০ গ্রাম পাউডার
  • রেনাভিট-ডিবি ১০০, ১০০০ গ্রাম পাউডার
  • ক্যালফোসটনিক ১০০ গ্রাম, ১ কিলোগ্রাম পাউডার
  • সেবন বিধি: উল্লেখিত ঔষধের যে কোন একটি ডিবি ভিটামিন ২০-৪০ গ্রাম বা ৪-৮ চা চামচ খাদ্যের সঙ্গে মিশিয়ে নিয়মিত খাওয়াতে হবে।

গরু মোটাতাজাকরণ ইনজেকশন

অতিদ্রুত গরুর শরীরে মাংস বৃদ্ধির জন্য ভিটামিন এর পাশাপাশি টনিক জাতীয় ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। নিম্নে যে কোন একটি ইনজেকশন ব্যবহার করা যায়। যদিও এই ঔষধগুলোর মূল্য একটু বেশি তবে কার্যকারিতা অত্যন্ত চমৎকার।
  • ইনজেকশন এ সল ১০০ মিলি ভায়াল (Inj. A-Sol Vet 100 ml Vial, Acme)
  • ইনজেকশন ক্যাটাসল ৫০ মিলি, ১০০ মিলি ভায়াল (Inj. Catesol 50 ml, 100 ml)
  • ইনজেকশন মেটাফোসল ৫০ মিলি ভায়াল (Inj. Metaphosol 50 ml, Bremar, France)
  • ইনজেকশন মেটাফস ৫০ মিলি (Inj. Metafos 50 ml, Techno)
  • ইনজেকশন কেটোফস ৩০ মিলি, ৫০ মিলি, ১০০ মিলি ভায়াল (Inj. Catophos 30ml, 50ml, 100ml Vial, Ranata)
  • ইনজেকশন ভিটাফস ৩০ মিলি, ৫০ মিলি, ১০০ মিলি ভায়াল (Inj. Vitaphos 30ml, 50ml, 100ml Vial, Ranata)
  • প্রয়োগ বিধি: উপরের যে কোন একটি টনিক ইনজেকশন প্রতি ১৫ দিন অন্তর ১৫০-২০০ কেজি দৈহিক ওজনের পশুর জন্য ১০-২০ মিলি ঔষধ মাংসে বা শিরায় মোট ০৩-০৪টি ইনজেকশন প্রয়োগ করতে হবে।
উপরোক্ত ইনজেকশন যদি খামারী করাতে না পারেন তাহলে নিম্নবর্ণিত ঔষধ বিকল্প টনিক হিসেবে প্রয়োগ করতে পারেন:
  • ইনজেকশন মাল্টিভিটামিন ১০০ মিলি বোতল (Inj. Multivitamin 100ml bottle, Square)
  • ইনজেকশন ভি-প্লেক্সভেট ১০ মিলি, ১০০ মিলি ভায়াল (Inj. V-plex Vet 10ml, 100ml Vial, Acme)
  • ইনজেকশন ভিটাটনিক ৩০ মিলি, ৫০ মিলি ভায়াল (Inj. Vitatonic 30ml, 50ml Vial, Ranata)
  • ইনজেকশন রিভিট বি ১০ মিলি ভায়াল (Inj. Revit B 10 m l Vial, Opsonin)
  • ইনজেকশন ভিটা এডিই ১০ মিলি, ১০০ মিলি ভায়াল (Inj. Vita ADE 10ml, 100ml Vial, Acme)
  • ইনজেকশন বাইয়োনাল ফোর্ট ১০ মিলি ভায়াল (Inj. Bional Forte 10ml Vial, Techno)
  • প্রয়োগ বিধি: উল্লেখিত যে কোন একটি কোম্পানির ইনজেকশন ১০ সিসি করে ১৫ দিন পর পর মোট ৫/৬টি ইনজেকশন শিরায়/মাংসপেশীতে দিলে পশুর স্বাস্থ্য ভালো হয়।
আরও পড়ুন: গাভীর দুধ বৃদ্ধির ভিটামিন ঔষধ

গরুর ক্যালসিয়াম এর অভাবজনিত লক্ষণ

গরুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে নিম্নোক্ত লক্ষণগুলো পরিলক্ষিত হয়:
  • গরুতে ক্যালসিয়ামের স্বল্পতা থাকলে বাড়ন্ত গরুর স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, পা বাঁকা হয়ে যেতে পারে যা রিকেট রোগ নামে পরিচিত।
  • প্রাপ্তবয়স্ক গরুর ক্ষেত্রে ক্যালসিয়াসেমর অভাবে Osteomalacia (অস্থিকোমলতা) রােগ দেখা দেয়। বাড়ন্ত গরুর ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সময়মতাে দাঁতের বৃদ্ধি হয় না।
  • ক্যালসিয়ামের অভাবে পশুর প্রজনন ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
  • দুগ্ধজাত গাভীর মধ্যে ক্যালসিয়াম ঘাটতি থাকলে গর্ভাবস্থার তিন মাস পূর্বে, প্রসবের সময় এবং প্রসবের পর ১-৪ দিনের মধ্যে গাভীর স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায় এবং পেশি অবসাদগ্রস্থ হয়ে পড়ে যাকে ভেটেনারি চিকিৎসায় দুগ্ধ জ্বর বলে।
  • প্রাপ্তবয়স্ক গরুর মধ্যে ক্যালসিয়ামের স্বল্পতা থাকলে গরু হাঁটার প্রতি অনীহা প্রকাশ করে, হাঁটতে অসুবিধা হয় কখনও কখনও , অস্থির ভঙ্গুরতা দেখা দিতে পারে।
  • দীর্ঘদিন গরু ক্যালসিয়ামের অভাবে ভুগলে গরুর অস্থি বিকৃতি হওয়ার ঝুঁকিতে থাকে যাকে ভেটেনারি চিকিৎসার ভাষায় Osteodystrophy (অস্টিওডিস্ট্রফি) বলে।

গরুর ক্যালসিয়াম ইনজেকশনের নাম ও ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম

পশুর স্বাস্থ্য সুরক্ষা ও শক্তিশালী করতে গরুতে ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন বা ট্যাবলেট খুবই ফলপ্রসূ।
ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন: নিচে স্বনামধন্য কিছু কোম্পানির ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন ও প্রয়োগ বিধি উল্লেখ করা হলো:
  • ইনজেকশন মাইফিনিল ভেট ২০০ মিলি বোতল (Inj. Mifenil Vet 200ml bottle, Square)
  • ইনজেকশন ডিক্যাম ২০০ মিলি বোতল (Inj. Dcam 200ml, Acme)
  • ইনজেকশন ক্যালভিট প্লাস ১০০ মিলি (Inj. Calvit 100ml, ACI)
  • ইনজেকশন ক্যালডি-ম্যাগ ২০০ মিলি (Inj. Cal-D-Mag 200ml Bottle, Renata)
  • ইনজেকশন কোফাক্যালসিয়াম ২৫০ মিলি, ৫০০ মিলি বোতল (Inj. Cofacalcium 250ml, 500ml bottle, Avance)
  • প্রয়োগ বিধি: পশুর দৈহিক ওজন ১০০-১৫০ কেজি হলে ২০০-৩৫০ মিলি ক্যালসিয়াম ইনজেকশন শিরায় প্রতি মাসে পর পর মোট ৩টি প্রয়োগ করলে গরু খুব শক্তিশালী ও দ্রুত বৃদ্ধি পায়।
ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট বা পাউডার বা লিকুইড : গরুকে ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন প্রয়োগ ঝামেলা বা সমস্যা মনে হলে ওরাল ক্যালসিয়াম প্রিপারেশন ঔষধ খাওয়ানো যেতে পারে। নিচে কিছু স্বনামধন্য কোম্পানির ওরাল ক্যালসিয়াম ড্রাগের নাম লিপিবদ্ধ করা হলো:
  • সিপি ভেট ওরাল ১ লিটার (CV Vet 1 litre, Acme)
  • ক্যাপসুলা ১০০০ মিলি বোতল (Capsola 1 litre, Navana)
  • সানক্যাল-পি ওরাল ১ লিটার সলুশন (Sancal-P Oral 1 litre, Novartis)
  • ক্যালভিট এইচপি ২৫০ মিলি, ১ লিটার পট (Calvit HP 250ml, 1litre Solution, Speed Care)
  • আয়ক্যাল ডি ৫০০ গ্রাম, ১ কেজি, ১০ কেজি পাউডার (Ayucal-D 500gm, 1kg, 10kg Powder, ACI)
  • এরোক্যাল-ভেট (Arocalo-Vet, Doctors Agro)
  • সেবন বিধি: প্রতিটি এঁড়ে গরুকে প্রতিদিন ২০ গ্রাম হতে ৩০ গ্রাম অথবা ৪-৬ চা চামচ দানাদার খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে। প্রতিদিন খাওয়ানো সমস্যা হলে কমপক্ষে মাসে ৭ দিন খাওয়াতে হবে।

গরু মোটাতাজাকরণে ইন্ডিয়ান ঔষধ/ভারতীয় ঔষধ

পাশ্ববর্তী দেশ ভারতে গরুর দ্রুত বৃদ্ধি ও মাংস উৎপাদনকে ত্বরান্বিত করতে বেশকিছু ট্যাবলেট ব্যবহার করে। যেমন- ডেক্সামেথাজন বা ডেকাসন বা ওরাডেক্সন ইত্যাদির যে কোন একটি ঔষধ ৫টি ট্যাবলেট প্রতিদিন খাওয়ানো হলে দ্রুত গরুর স্বাস্থ্য বাড়বে। তবে ভারতীয় এ বড়ি না খাওয়ানোই ভালো। এতে মাংসের গুনাগুন ভালো থাকে না। ডেক্সামিথাজন ঔষধ রেসিডিও হিসেবে মাংসের মাধ্যমে মানুষের শরীরে শোষিত হওয়ার সম্ভাবনা থাকে। এতে করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

গরুর উকুন/আটালি মারার ঔষধ

পশুর শরীরের পশমে উকুন/আঁটালী থাকলে নিম্নলিখিত কীটনাশক ঔষধগুলো থেকে যেকোন একটি ঔষধ ব্যবহার করা যেতে পারে। যেমন-
  • ডায়াজিনন
  • মেলাথিওন
  • সেভিন
  • এলড্রিন
  • ডায়ালন্ড্রিন ইত্যাদি
প্রয়োগ বিধি: উপরোক্ত যেকোন একটি ঔষধ তরল হলে ১ মিলি আর পাউডার হলে ১ গ্রাম নিয়ে প্রতি ১.৫ লিটার পানির সাথে মিশিয়ে নরম কাপড় বা ন্যাকড়া দিয়ে মিশ্রণটি গরুর পুরো শরীরে ভালোভাবে লাগিয়ে ২ ঘণ্টা পর পরিস্কার পানি দিয়ে গোসল করাতে হবে। ঔষধ ব্যবহারের সময় অবশ্যই গরুর মুখে ঠুসি লাগিয়ে নিতে হবে। অন্যথায় ঔষুধটি গরুর মুখে ডুকে যাওয়ার সম্ভাবনা থাকে যা গরুর জন্য মৃত্যুরও কারণ হতে পারে। 

গরুর চর্ম রোগের চিকিৎসা

  • গরুর শরীরে যদি চর্মরোগ থাকে তাহলে নেগোটক্স পাউডার (Negotox Powder, Chemist) ব্যবহার করা যেতে পারে।
  • ব্যবহার বিধি: নারিকেল তেল অথবা ভ্যাসলিনের সাথে মিশিয়ে ৫-৭ দিন দিলেই ভালো হয়ে যাবে।
যদি উপরোক্ত ঔষধ বাজারে না পাওয়া যায় তবে মানুষের চর্মরোগের জন্য ব্যবহৃত ঔষধও ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে,
  • Ascabiol 60ml অথবা, Sabisol 60ml ব্যবহার করা যেতে পারে।
  • ব্যবহার বিধি: যে কোন একটি ঔষধ সমপরিমাণ নারিকেল তেলে সাথে মিশিয়ে গরুর চোখ, মুখ, নাক বাদে সমস্ত শরীরে পর পর ৩ দিন লাগাতে হবে এবং ৭ দিন পর পুনরায় একই নিয়মে উক্ত ঔষধ লাগাতে হবে। তবে ঔষধ লাগানোর পূর্বে ক্ষতস্থানে এন্টিসেপ্টিক যেমন- পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা Savlon দিয়ে ধুয়ে পরিস্কার করে নরম ন্যাকড়া দিয়ে মুছে লাগালে ঘা দ্রুত সেরে যায়। ঔষধ ব্যবহারের সময় অবশ্যই গরুর মুখে ঠুসি লাগিয়ে নিতে হবে যেন গরু জিহ্বা দিয়ে না চাটতে পারে।

লেখকের মন্তব্য

যদিও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিত পশুকে সকল প্রকার ঔষধ প্রয়োগ থেকে বিরত রাখা উচিত তবুও পশু পালন ও খামার ব্যবস্থাপনায় সফল হতে পশুর রোগবালাই ও ঔষধ প্রয়োগ বিধি সম্পর্কে খামারীর অবশ্যই প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। আশাকরি আর্টিকেলটি খামারীকে গরু মোটাতাজাকরণ ঔষধের নাম ও এর প্রয়োগ বিধি সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে সহায়ক হবে।

MrDorpon এর প্রতিটি রিডার দর্পণ পরিবারের একজন সদস্য তাই এই আর্টিকেলে কোনো প্রকার সংশোধন, সংযোজন ও পরিমার্জনের প্রয়োজন হলে আপনার সুচিন্তিত মতামত সাদরে গ্রহণযোগ্য। আপনার মতামত জানাতে কমেন্টবক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।


তথ্যসূত্র: ড. মো. জালাল উদ্দিন সরদার, অধ্যাপক, এনিমেল হাজবেন্ড্রী এণ্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কর্তৃক রচিত এবং নূর পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা কর্তৃক প্রকাশিত “লাভজনক পশু পালন ও খামার ব্যবস্থাপনা” বই থেকে নেওয়া। খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে বইটি আপনার সংরক্ষণে রাখতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করেনি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার সুচিন্তিত মতামত দিয়ে MrDorpon কে আরও সমৃদ্ধ করতে সহযোগিতা করুন। আপনার মতামতটি রিভিউর পর Published করা হবে।

comment url