কোন খাবারে কত ক্যালরি থাকে এবং খাদ্যের পুষ্টি পরিমাপক চার্ট
ভূমিকা
পুষ্টি উপাদান কত প্রকার ও কি কি?
- কার্বোহাইড্রেট
- প্রোটিন
- ফ্যাট
- ভিটামিন
- খনিজ ও
- পানি
কার্বোহাইড্রেট এর শ্রেণীবিভাগ
- শর্করা
- শ্বেতসার
- সেলুলোজ
ক্র. নং | প্রকারভেদ | উৎস |
০১। | শর্করা: কার্বোহাইড্রেটের অন্যতম উপাদান শর্করাকে আবার নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়: |
|
|
আঙুর, শস্যদানা ও নির্দিষ্ট কিছু মূল্ ইত্যাদি। | |
|
চাক ভাঙ্গা খাঁটি মধু, পাকা মিষ্টি জাতীয় ফল, এবং কিছু সবজিতে। | |
|
লাল চাল অথবা তুষযুক্ত চাল। | |
|
দুধের চিনি | |
|
কার্বোহাইড্রেটের এই উপাদানটি সরাসরি প্রকৃতিতে পাওয়া যায় না। দুধের মধ্যে বিদ্যমান শর্করা ল্যাকটোজ ভেঙ্গে এই উপাদানটি পরিণত হয়। | |
|
সাধারণ চিনি | |
০২। | শ্বেতসার | উদ্ভিদে কার্বোহাইড্রেট থাকে শ্বেতসাররূপে। চাল, শস্যদানা, বীজ, মূলূ, সবজি ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে শ্বেতসার থাকে। |
০৩। | সেলুলোজ | সেলুলোজ মানে হলো রাফেজ বা খাদ্য ফাইবার। খাদ্যশস্য, শাক, সবজি এবং ফলের খোসা কিংবা কঠিন অংশটিই সেলুলোজ হিসেবে পরিচিত। |
উপরোক্ত তিনটি শ্রেণীবিভাগ ছাড়াও আধুনিক সভ্যতায় প্রাপ্ত সকল কার্বোহাইড্রেটকে নিম্নোক্ত দুটি ভাগে ভাগ করা যায়। যথা: | ||
ক্র. নং | প্রকারভেদ | উৎস |
০১। | প্রকৃতি প্রদত্ত কার্বোহাইড্রেট | খাদ্যশস্য, শাক, সবজি এবং ফলমূল। |
০২। | বিকৃত কার্বোহাইড্রেট | সকল ধরনের মিষ্টি, চিনি, মিছরি, গুড়, শোধিত মধু, বিভিন্ন কনফেকশনারী, ময়দা, পাউরুটি, সকল প্রকার শোধিত পানীয়, বিয়ার, অ্যালকোহল ইত্যাদি। |
প্রোটিনের শ্রেণীবিভাগ
ক্র. নং | প্রোটিনের প্রকারভেদ | উৎস |
০১। | প্রাণিজ প্রোটিন | প্রাণিজগৎ থেকে প্রাপ্ত প্রোটিনগুলোই প্রাণিজ প্রোটিন। যেমন- মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি। |
০২। | উদ্ভিজ্জ প্রোটিন | উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনগুলোই উদ্ভিজ্জ প্রোটিন। যেমন- বিভিন্ন রকম ডাল, বাদাম, শিমের বিচি, সয়াবিন ইত্যাদি। |
ফ্যাটের শ্রেণীবিভাগ
- প্রাণিজ ফ্যাট: প্রাণিজ উৎস থেকে প্রাপ্ত ফ্যাটগুলোই প্রাণিজ ফ্যাট।
- উদ্ভিজ্জ ফ্যাট: উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত ফ্যাটগুলোই উদ্ভিজ্জ ফ্যাট।
- স্যাচুরেটেড ফ্যাট: সাধারণত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় যেসকল ফ্যাট কঠিন অবস্থায় থাকে সেগুলোকে স্যাচুরেটেড ফ্যাট বলে।
- আন্-স্যাচুরেটেড ফ্যাট: সাধারণত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় যেসকল ফ্যাট তরল অবস্থায় থাকে সেগুলোকে আন্-স্যাচুরেটেড ফ্যাট বলে।
স্নেহজাতীয় খাবার | স্যাচুরেটেড ফ্যাট | আন্-স্যাচুরেটেড ফ্যাট |
নারকেল তেল | ৯১.৫০ | ৮.৫০ |
বনস্পতি তেল | ৯৪.০০ | ৬.০০ |
সরষে তেল | ০৪.০০ | ৯৬.০০ |
বাদাম তেল | ১৯.৪০ | ৮০.৬০ |
তিলের তেল | ১৩.৫০ | ৮৪.৫০ |
সূর্যমুখীর তেল | ০৬.০০ | ৯৪.০০ |
গাওয়া ঘি | ৫৯.৬% | ৩৬.৪ |
- পলি-আন্-স্যাচুরেটেড ফ্যাট: একাধিক কার্বনের যৌথ বন্ধনে গঠিত পলি-আন্-স্যাচুরেটেড ফ্যাট উদ্ভিজ্জ ও প্রাণিজ উভয় উৎস থেকেই পাওয়া যায়।
- মনো-আন্-স্যাচুরেটেড ফ্যাট: পলি-আন্-স্যাচুরেটেড ফ্যাট সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকলেও তাপমাত্রার পরিমাণ যত কমতে থাকে এই জাতীয় ফ্যাটগুলো আস্তে আস্তে তত কঠিন হতে শুরু করে।
ক্র. নং | ফ্যাট বা চর্বির প্রকারভেদ | উৎস |
০১। | প্রাণিজ ফ্যাট | ডিম, দুধ, লাল মাংস, ঘি, মাখন, বিভিন্ন প্রাণির চর্বি, কড্ লিভার ও শার্ক লিভার তেল প্রভৃতি। |
০২। | উদ্ভিজ্জ ফ্যাট | সরষে, বাদাম, রেপসিড, কটনসিড, অলিভ, পাম, নারকেল, সূর্যমুখী, সয়াবিন, তিল প্রভৃতির তেল। |
০৩। | স্যাচুরেটেড ফ্যাট | ঘি, মাখন, পনির, প্রাণীজ চর্বি, নারকেল তেল, বনস্পতি, যেকোনো বেকারী পণ্য, লাল মাংস প্রভৃতি। |
০৪। | আন্-স্যাচুরেটেড ফ্যাট | সরষে, বাদাম, রেপসিড, কটনসিড, অলিভ প্রভৃতির তেল। |
০৫। | পলি-আন্-স্যাচুরেটেড ফ্যাট | সূর্যমুখী, সয়াবিন, তিল, স্যামন মাছ, মটর শুটি, মাছের তেল ইত্যাদি। |
০৬। | মনো-আন্-স্যাচুরেটেড ফ্যাট | লাল মাংস, দুধ ও দুগ্ধজাতীয় পণ্য, বাদাম, জলপাই এবং অ্যাভোকাডো ইত্যাদি। |
ভিটামিনের শ্রেণীবিভাগ
ক্র. নং | ভিটামিনের প্রকারভেদ | উৎস |
০১। | ভিটামিন ‘এ’ | প্রাণীর যকৃৎ, অত্যধিক গাঢ় রংয়ের শাক্-সবজি ও ফলমূল ভিটামিন ‘এ’ এর উল্লেখযোগ্য উৎস। |
০২। | ভিটামিন ‘বি-কমপ্লেক্স’ | ভিটামিন ‘বি-কমপ্লেক্স’ মূলত ভিটামিন ‘বি’ এর আটটি উপাদানের সমন্বয়ে গঠিত। |
|
বিভিন্ন শস্যজাতীয় খাবার যেমন- ঢেঁকি-ছাঁটা চাল, গম, ছোলা, মটরশুঁটি, ডাল প্রভৃতি। এছাড়াও মাছ ও দই এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘বি-১’ বিদ্যমান। | |
|
বিভিন্ন সবুজ শাক-সবজি ও আলুসহ মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি ভিটামিন ‘বি-২’ এর উল্লেখযোগ্য উৎস। | |
|
কলা, শস্যদানা, আলু, বেগুন, সবুজ শাক (নটে শাক) এবং মুরগির মাংসে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘বি-৩’ বিদ্যমান। | |
|
মাছ, মাংস, দুধ, ডিম, আলু, ব্রোকলি ও অ্যাভোকাডো প্রভৃতি ভিটামিন ‘বি-৫’ এর উল্লেখযোগ্য উৎস। | |
|
শস্য জাতীয় খাদ্য, অঙ্কুরিত শস্য, বিভিন্ন শাক-সবজি, নির্দিষ্ট কিছু ফল যেমন- পেঁপে, আপেল ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘বি-৬’ পাওয়া যায়। | |
|
বিভিন্ন প্রাণীর যকৃত বা লিভার, ডিমের কুসুম, কলা, মিষ্টি আলু, ব্রোকলি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি-৭’ বিদ্যমান। | |
|
পালং শাক, অঙ্কুরিত ছোলা, বিভিন্ন প্রকার বাদাম, প্রাণীর কলিজা, নির্দিষ্ট কিছু শাক-সবজি এবং ফলমূল ভিটামিন ‘বি-৯’ এর উল্লেখযোগ্য উৎস। | |
|
বিভিন্ন প্রাণীর যকৃত, দুধ ও দুগ্ধজাত পণ্য, ডিম, মাংস এবং বিভিন্ন প্রকার সামদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি-১২’ বিদ্যমান। | |
০৩। | ভিটামিন ‘সি’ | আমলকি, পেয়ারা, কাগজি লেবু এবং লেবুজাতীয় বিভিন্ন ফল। |
০৪। | ভিটামিন ‘ডি’ | স্যামন, টুনা মাছ, দুগ্ধজাত খাবার, ভেষজ দুধ ইত্যাদি। এছাড়াও ভিটামিন ‘ডি’ এর উত্তম প্রাকৃতিক উৎস হলো নির্দিষ্ট সময়ে নিয়মিত ‘সূর্যালোক’ গায়ে লাগানো। |
০৫। | ভিটামিন ‘ই’ | বিভিন্ন শস্যদানা, জলপাই তেল, সয়াবিন তেল, পাইন বাদাম ইত্যাদি। |
০৬। | ভিটামিন ‘কে’ | বিভিন্ন শাক-সবজিতে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন ‘কে’ পাওয়া যায়। এছাড়াও কিছু প্রাণীজ উৎসে স্বল্প পরিমাণে ভিটামিন ‘কে’ বিদ্যমান। যেমন- গরুর মাংস, মাছ, মুরগি, ডিম ইত্যাদি। |
খনিজ লবণের প্রকারভেদ
ক্র. নং | খনিজ লবনের প্রকারভেদ | উপাদানসমূহ |
০১। | প্রধান খনিজ লবন | ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গনেসিয়াম, ও গন্ধক। খনিজ লবণের এই উপাদানগুলো শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় এদেরকে প্রধান খনিজ লবণ হিসেবে আখ্যায়িত করা হয়েছ। |
০২। | লেশমৌল খনিজ লবন | লৌহ, আয়োডিন, ক্লোরিন, জিংক, ম্যাঙ্গানিজ, তামা, কোবাল্ট ও মলিবডেনাম। প্রাণীদেহের শরীরবৃত্তীয় কাজে এই উপাদানগুলোর ভূমিকা খুবই সামান্য বিধায় এরা লেশমৌল খনিজ হিসেবে পরিচিত। |
ক্র. নং | উৎসমূল | উৎস |
০১। | প্রাণিজ উৎস | দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন- দই, ঘি, মাখন, পনির ইত্যাদি। এছাড়াও ছোট মাছ ও মাছের কাটায় এবং প্রাণীর হাড়ে প্রচুর পরিমাণে খণিজ লবণের অন্যতম উপাদান ক্যালসিয়াম বিদ্যমান। |
০২। | উদ্ভিজ্জ উৎস | প্রকৃতি প্রদত্ত সবুজ শাক-সবজি বিশেষ করে কলমি শাক, লাল শাক, পুঁই শাক, ডাটা শাক, ঢেঁড়শ, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। |
কোন খাবারে কত ক্যালরি থাকে
কোন মাংসে প্রোটিন বেশি / কোন মাংসে কত ক্যালরি থাকে
বিভিন্ন প্রাণীর মাংসের প্রধান প্রধান পুষ্টি উপাদানসমূহ নিচের ছকে উপস্থাপন করা হলো:প্রতি ১০০ গ্রাম ওজন মাংসে বিদ্যমান পুষ্টি উপাদান | ||||
ক্র. নং | প্রাণীর নাম | প্রোটিন | ফ্যাট | ক্যালরি |
(গ্রাম হিসেবে) | ||||
০১। |
গরু |
২২.৬০ |
০২.৬০ |
১১৪ |
০২। |
মহিষ |
২১.০০ |
০০.৫০ |
১৪০ |
০৩। |
ছাগল |
২১.৪০ |
০৩.৬০ |
১১৮ |
০৪। |
ভেড়া |
১৮.৫০ |
১৩.৫০ |
১৯৪ |
০৫। |
শূকর |
১৮.৭০ |
০৪.৪০ |
১১৪ |
০৬। |
মুরগি |
২৫.৯০ |
০০.৬০ |
১০৯ |
০৭। |
কচ্ছপ |
১৫.০০ |
০১.২০ |
৯৩ |
অতিরিক্ত মাংস খেলে কি সমস্যা দেখা দিতে পারে
- অতিরিক্ত পরিমাণে মাংস খেলে শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায়। যার ফলে লিভার, কিডনিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পায়। দেখা দিতে পারে বাতব্যাধি, থাইরয়েড ও আরথ্রাইটিসহ নানারকম জটিল রোগ।
- মাত্রাতিরিক্ত মাংসাহারের ফলে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।
- ডায়াবেটিস মাত্রা বৃদ্ধির কখনও কখনও মাত্রাতিরিক্ত মাংসাহারই দায়ী। এছাড়াও যারা রীতিমত ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি মাত্রাতিরিক্ত মাংস খায় তাহলে রোগের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে মৃত্যুঝুঁকিও বেড়ে যায়।
- মাংসে বিদ্যমান অতিরিক্ত চর্বির ফলে রক্তের ঘনত্ব বৃদ্ধি পায় এবং রক্তের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায়।
- অতিরিক্ত মাংসাহার হজম শক্তিতে বিঘ্ন ঘটায় এবং দেহে কোষ্ঠকাঠিণ্যের সৃষ্টি হয়। যার ফলে শরীরে ক্ষতিকর টক্সিন জমে কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
- উচ্চ রক্তচাপ সৃষ্টিতে মাত্রাতিরিক্ত মাংসাহার অনেকাংশেই দায়ী।
- অতিরিক্ত মাংস খেলে হৃদরোগের প্রবণতা বহুলাংশেই বৃদ্ধি পায়। এছাড়া যারা রীতিমত হৃদরোগে আক্রান্ত তাদের জন্য মাংস খাওয়া মানে আত্মহত্যার শামিল।
- গ্যাস্ট্রিক, আলসার কিংবা লিভার জনিত যেকোনো সমস্যা ভোগা রোগীদের জন্য আতিরিক্ত মাংসাহার খুবই ক্ষতিকর।
- দীর্ঘদিন মাত্রাতিরিক্ত মাংস খেলে শরীরে স্নায়ুবিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
- তাই সুস্থ থাকতে হলে মাত্রাতিরিক্ত পশুর মাংস পরিহার করাই শ্রেয়। প্রিটিকিন প্রোগ্রামের ডায়েট অনুযায়ী একজন মানুষ প্রত্যহ ৩০-৯৮ গ্রাম পর্যন্ত মাংস খেতে পারবে যা সপ্তাহে হিসেব করলে ২১০-৬৮৬ গ্রাম। তবে প্রিটিকিন প্রোগ্রাম অনুযায়ী প্রত্যহ ৩০ গ্রাম মাংস খাওয়া বর্তমান অগ্নিমূল্যের বাজারে আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।
- তাছাড়া, পশুমাংসের চেয়ে মুরগি কিংবা অন্যান্য পাখির মাংস খাওয়া তুলনামূলক বেশি নিরাপদ। কেননা এসব পাখির মাংসে চর্বি ও কলোস্টেরলের পরিমাণ পশুমাংসের তুলনায় অনেকাংশেই কম থাকে।
কোন মাছে ক্যালসিয়াম বেশি / কোন মাছে কত ক্যালরি
প্রতি ১০০ ওজন মাছে বিদ্যমান পুষ্টি উপাদান | ||||||||
ক্র. নং | মাছের নাম | ক্যালরি | কার্বোহাইড্রেট | প্রোটিন | ফ্যাট | ক্যালসিয়াম | ফসফরাস | লোহা |
(গ্রাম হিসেবে) | (মিলিগ্রাম হিসেবে) | |||||||
০১. |
রুই |
৯৭ |
০৪.৪০ |
১৬.৬০ |
০১.৪০ |
|
|
|
০২. |
কাতল |
১০৬ |
০৩.৭০ |
১৮.৬০ |
০১.৯০ |
৫১০ |
২১০ |
০০.৮০ |
০৩. |
মৃগেল |
৯৮ |
০৩.২০ |
১৯.৫০ |
০০.৮০ |
৩৫০ |
২৮০ |
০১.৯০ |
০৪. |
বোয়াল |
১১৬ |
০৭.৬০ |
১৫.৪০ |
০২.৭০ |
১৬০ |
৪৯০ |
০০.৬০ |
০৫. |
ইলিশ |
২৭৩ |
০২.৯০ |
২১.৮০ |
১৯.৪০ |
১৮০ |
২৮০ |
০২.১০ |
০৬. |
আইড় |
৮৯ |
০৩.৫০ |
১৫.৯০ |
০১.৩০ |
৩৮০ |
১৮০ |
০০.৭০ |
০৭. |
শোল |
৮৫ |
০১.৩০ |
১৬.২০ |
০২.৩০ |
১৪০ |
৯৫ |
০০.৫০ |
০৮. |
মাগুর |
৮৬ |
০৪.২০ |
১৫.০০ |
০১.১০ |
২১০ |
২৯০ |
০০.৭০ |
০৯. |
শিং |
৯৬ |
- |
২২.৮০ |
০০.৬০ |
৬৭০ |
৬৫০ |
০২.২০ |
১০. |
ভেটকি |
৭৩ |
০১.২০ |
১৩.৭০ |
০১.১০ |
৫৩০ |
৪০০ |
০১.০০ |
১১. |
বেলে |
৭৫ |
০২.৯০ |
১৪.৫০ |
০০.৬০ |
৩৭০ |
৩৩০ |
০১.০০ |
১২. |
পাবদা |
১১৪ |
৪.৬০ |
১৯.২০ |
০২.১০ |
৩১০ |
২১০ |
০১.৩০ |
১৩. |
ভাটা |
৯৮ |
১৪.৩০ |
০২.৫০ |
০২.২০ |
৭৯০ |
২০০ |
০১.১০ |
১৪. |
ভাঙ্গর |
১৫৪ |
০৩.৮০ |
১৪.৮০ |
০৮.৮০ |
১৮০ |
১৯০ |
০১.২০ |
১৫. |
কই |
৭০ |
০৪.৪০ |
১৪.৮০ |
০৮.৮০ |
৪১০ |
৩৯০ |
০১.৪০ |
১৬. |
টেংরা |
১৩৪ |
- |
১৯.২০ |
০৬.৪০ |
২৭০ |
১৭০ |
০২.১০ |
১৭. |
সরপুঁটি |
১৬১ |
০২.৩০ |
১৬.৫০ |
০৯.৪০ |
২২০ |
১২০ |
০০.৫০ |
১৮. |
ছোট পুঁটি |
১০৬ |
০৩.১০ |
১৮.১০ |
০২.৪০ |
১২০ |
৯৬ |
০১.০০ |
১৯. |
বাছা |
১৪০ |
০৬.১০ |
১৮.১০ |
০৫.৬০ |
৫২০ |
১৮০ |
০০.৭০ |
২০. |
খয়রা / চাপিলা |
১২০ |
০৫.২০ |
১৮.০০ |
০৩.০০ |
৫৯০ |
২২০ |
০০.৭০ |
২১. |
খলসে |
১১২ |
০৩.১০ |
১৬.১০ |
০৩.৯০ |
৪৬০ |
৩৬০ |
০০.৯০ |
২২. |
ফলুই |
৮২ |
০১.০০ |
১৯.৮০ |
০১.০০ |
৫৯০ |
৪৫০ |
০১.৭০ |
২৩. |
টাঁকি/ ল্যাটা |
৮৩ |
- |
১৯.৪০ |
০০.৬০ |
৬৮০ |
৫৩০ |
০১.৩০ |
২৪. |
রূপচাঁদা |
৭৮ |
০২.২০ |
১৫.১০ |
০১.০০ |
২০০ |
২৯০ |
০০.৯০ |
২৫. |
মলা |
১১৯ |
০২.৬০ |
১৮.০০ |
০৪.১০ |
৫৫০ |
২৫০ |
০০.৭০ |
দুধের পুষ্টি উপাদান
প্রতি ১০০ গ্রাম ওজন দুধ কিংবা দুগ্ধজাত পণ্যের পুষ্টি উপাদান | ||||||||
ক্র. নং | দুধের উৎস / দুগ্ধজাত পণ্য | ক্যালরি | কার্বোহাইড্রেট | প্রোটিন | ফ্যাট | ক্যালসিয়াম | ফসফরাস | ভিটামিন ‘এ’ |
(গ্রাম হিসেবে) | (মিলিগ্রাম হিসেবে) | IU | ||||||
০১. |
মাতৃদুগ্ধ |
৬৫ |
০৭.৪০ |
০১.১০ |
০৩.৪০ |
৩২ |
১৪ |
১৩৭ |
০২. |
গরুর দুধ |
৬৭ |
০৪.৪০ |
০৩.২০ |
০৪.১০ |
১১৯ |
৯৩ |
১৭৪ |
০৩. |
মহিষের দুধ |
১১৭ |
০৫.১০ |
০৪.৩০ |
০৮.৮০ |
২২০ |
- |
১৬০ |
০৪. |
ছাগলের দুধ |
৭২ |
০৪.৬০ |
০৩.৩০ |
০৪.৫০ |
১৩৪ |
১১১ |
১৮২ |
০৫. |
ভেড়ার দুধ |
১০৮ |
৫.৩৬ |
০৫.৯৮ |
০৭.০০ |
১৯৩ |
১৫৮ |
- |
০৬. |
মাখন তোলা দুধ |
২৯ |
০৪.৬০ |
০২.৫০ |
০০.১০ |
- |
- |
- |
০৭. |
ননীযুক্ত দুধ |
৪৯৬ |
৩৮.০০ |
২৫.৮০ |
২৬.৭০ |
- |
- |
১৪০০ |
০৮. |
ঘি |
৯০০ |
- |
০০.২৮ |
৬০.০০ |
৪ |
৩ |
৮৪০ |
০৯. |
মাখন |
৭১৭ |
- |
০০.৮৫ |
৫৪.০০ |
২৪ |
২৪ |
৬৮৪ |
১০. |
গরুর দুধের ছানা |
২৬৫ |
০১.২০ |
১৮.০০ |
২০.৮০ |
- |
- |
৩৬৩ |
১১. |
গরুর দুধের দই |
৬০ |
০৩.০০ |
০৩.১০ |
০৪.০০ |
১২১ |
- |
১০২ |
১২. |
পনির |
৩৪৮ |
০৬.৩০ |
২৪.১০ |
২৫.১ |
২০৮ |
- |
২৭৩ |
১৩. |
ঘোল |
১৫ |
০০.৫০ |
০০.৮০ |
০১.১০ |
- |
- |
- |
দুধ নাকি দই খাবো
- দই পাকস্থলীতে খাবারের পচন প্রতিরোধ করে স্বাভাবিক হজমে সহায়তা করে।
- পেটের ভিতরে ঘা সারাতে দই অত্যন্ত উপকারী খাবার।
- শরীরের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে দইয়ের ভূমিকা অপরিসীম।
- টক দই দেহের কোষ্ঠকাঠিন্য দূর করে।
- দই থেকে তৈরী ঘোল পান করলে পেট গরম হলে কিংবা পেটে বায়ু হলে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যায়।
- অনেক মনে করে দই খেলে ঠান্ডা লাগতে পারে অথচ বিশেষজ্ঞদের মতে দই থেকে তৈরী ঘোল খেলে ঠান্ডা ও সর্দি উপশম হয়।
- দই অকাল বার্ধক্য ও চুল পাকা রোধ করে।
- রূপচর্চার কাজেও দইয়ের ব্যবহার ব্যাপক। দই মুখমন্ডলে মাখলে চেহারা মসৃন হয় ও অবাঞ্চিত দাগ দূর হয়।
- দই মানুষের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের যোগান দেয়।
- যাদের দুধ খেলে হজমে সমস্যা হয় কিংবা গ্যাসের সমস্যা দেখা দেয় তাদের জন্য দুধের বিকল্প হিসেবে দই-ই উত্তম।
- অনেক বিশেষজ্ঞের মতে দই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।
- তাই, শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই দই সমান পুষ্টিকর।
রুটিতে কত ক্যালরি আছে
প্রতি ১০০ গ্রাম ওজন নিম্নোক্ত খাদ্যসমূহে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ | ||||||||||
খাদ্যের নাম | ক্যালরি | প্রোটিন | ফ্যাট | কার্বোহাইড্রেট | ক্যালসিয়াম | ফসফরা | লোহা | বি-১ | বি-২ | নিয়াসিন |
(গ্রাম হিসেবে) | (মিলিগ্রাম হিসেবে) | |||||||||
গমের আটা |
৩৪৫ |
৬.৪ |
০.৪ |
৭৯.০ |
২৪ |
১৩৬ |
০.৮ |
০.২১ |
০.০৯ |
৩.৮ |
চাল |
৩৪১ |
১২.১ |
১.৭ |
৬৯.৪ |
৪১ |
৩৭২ |
৩.৩ |
০.৫৫ |
০.১২ |
০.৩ |
সুজি |
৩৪৮ |
১০.৪ |
০.৬ |
৭৪.৮ |
১৬ |
১০২ |
১.৬ |
০.১২ |
০.৮০ |
০.৩ |
চিড়া |
৩৪৬ |
৬.৬ |
১.২ |
৭৩.৩ |
২০ |
২২৩ |
৫.৫ |
০.১২ |
০.০৫ |
৪.০ |
মুড়ি |
৩২৫ |
৭.৫ |
০.১ |
৭০.৬ |
২৩ |
১৫০ |
৬.৬ |
০.২১ |
০.১২ |
৪.১ |
খৈ |
৩৬৩ |
৭.২ |
০.৪ |
৮২.৬ |
৯ |
৯২ |
০.৯ |
০.০৫ |
০.০৩ |
১.৪ |
পাউরুটি |
২৪৭ |
৭.৮ |
০.৭ |
৫২.৫ |
- |
- |
- |
- |
|
- |
কোন ডালে কত প্রোটিন / কোন ডালে কত ক্যালরি
প্রতি ১০০ গ্রাম ওজনের বিভিন্ন ডালে নিম্নলিখিত পুষ্টি উপাদান বিদ্যমান | ||||||||||||
ডালের নাম | ক্যালরি | কর্বো. |
প্রোটিন | ফ্যাট | ক্যাল. |
ফস. |
লোহা | এ | বি১ | বি২ | বি৩ | সি |
(গ্রাম হিসেবে) | (মিলিগ্রাম হিসেবে) | IU | (মিলিগ্রাম হিসেবে) | |||||||||
মুগ |
৩৪৮ |
৫৯.৯ |
২৪.৫ |
১.২ |
৭৫ |
৪০৫ |
৮.৫ |
- |
০.৪৬ |
- |
- |
৮ |
মসুর |
৩১৬ |
৫৯.৯ |
২৫.১ |
০.৭ |
৬৯ |
২৪২ |
৪.৮ |
৪৫০ |
০.৪৫ |
০.৪৯ |
১.৫ |
- |
খেসারি |
৩২৭ |
৫৫.৭ |
২২.৯ |
০.৭ |
৯০ |
৩১৭ |
৬.৩ |
- |
- |
- |
- |
- |
মাস কালাই |
৩২৬ |
৫৯.৬ |
২৪.০ |
১.৪ |
১৫৪ |
৩৮৫ |
৯.১ |
৬৪ |
০.৪২ |
০.৩৭ |
২.০ |
- |
ছোলার ডাল |
৩৮৫ |
৫৯.৮ |
২০.৮ |
৫.৬ |
৫৬ |
৩৩১ |
৯.১ |
২১৬ |
০.৪৮ |
০.১৮ |
২.৪ |
১ |
মটর ডাল |
৩৫৪ |
৭১.৩ |
২৪.৫ |
১.১ |
৭০ |
৩০৩ |
৪.৭ |
১৫৮ |
০.৪৭ |
০.৩৯ |
২.১ |
১ |
আস্ত ছোলা |
৩২৩ |
৬০.৯ |
১৭.১ |
৫.১ |
১৯০ |
১৮৪ |
৯.৮ |
৩১৬ |
০.৩ |
০.৫ |
২.১ |
- |
অড়হর |
৩৪৩ |
৫৭.৬ |
২২.৩ |
১.৭ |
৭৩ |
৩০৪ |
৫.৮ |
২২০ |
০.৪৫ |
০.৫১ |
২.৬ |
- |
কোন শাকে কোন ভিটামিন থাকে
শাকের নাম | ভিটামিনের নাম | ||||||||||||
‘এ’ |
‘বি’ |
‘সি’ |
‘ডি’ |
‘ই’ |
‘কে’ |
||||||||
বি১ | বি২ | বি৩ | বি৫ | বি৬ | বি৭ | বি৯ | বি১২ | ||||||
পালং শাক |
‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
‘কে’ |
লাল শাক |
- |
বি১ | বি২ |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
পুঁই শাক |
‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
কচু শাক |
‘এ’ |
- |
বি২ | বি৩ |
|
বি৬ |
|
বি৯ |
|
‘সি’ |
- |
- |
- |
কলমি শাক |
- |
বি১ |
|
বি৩ |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
সজনে শাক |
‘এ’ |
বি১ | বি২ | বি৩ |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
ডাঁটা শাক |
‘এ’ |
বি১ | বি২ |
- |
- |
- |
- |
বি৯ |
- |
‘সি’ |
- |
- |
- |
সবুজ (নটে) শাক |
‘এ’ |
বি১ | বি২ | বি৩ |
- |
বি৬ |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
‘কে’ |
হেলেঞ্চা শাক |
‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
সরিষা শাক |
‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
বি৯ |
- |
‘সি’ |
|
‘ই’ |
‘কে’ |
পেঁয়াজকলি |
‘এ’ |
- |
বি২ | বি৩ |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
লেটুস পাতা |
‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘ই’ |
‘কে’ |
কোন শাকে ক্যালসিয়াম বেশি / কোন শাকে কত ক্যালরি
প্রতি ১০০ গ্রাম ওজনের বিভিন্ন শাকে নিম্নলিখিত পুষ্টি উপাদান বিদ্যমান | ||||||||||||
শাকের নাম | ক্যালরি | কর্বো. | প্রোটিন | ফ্যাট | ক্যাল. |
ফস. |
লোহা | এ | বি১ | বি২ | বি৩ | সি |
(গ্রাম হিসেবে) | (মিলিগ্রাম হিসেবে) | IU | (মিলিগ্রাম হিসেবে) | |||||||||
পালং শাক |
৩৪ |
৭.৭০ |
৫.১০ |
০.৯০ |
৫৯৫ |
৯৩ |
১৯.৫ |
৯৩০০ |
০.০৩ |
০.০৭ |
০.০৫ |
২৮ |
লাল শাক |
৪৩ |
৫.০০ |
৫.৩০ |
০.১০ |
৩৭৪ |
৮৩ |
২.০০ |
৫৭০ |
০.১০ |
- |
- |
৮০ |
পুঁই শাক |
২৫ |
২.১০ |
২.২০ |
০.৩০ |
১৬৪ |
৫২ |
১০.০ |
১৭০ |
০.০২ |
০.৩৫ |
০.৫ |
৫১.৮ |
কচু শাক |
২১ |
৪.২০ |
০.৭০ |
০.৩০ |
৩৯ |
২০ |
০.৫০ |
৬০০ |
- |
০.১০ |
১.০ |
৫২ |
কলমি শাক |
২৮ |
৪.৩০ |
১.৭০ |
০.৪০ |
১১০ |
৫০ |
৩.৯০ |
৩৩০০ |
০.০৫ |
০.১২ |
০.৬ |
১৩৭ |
সজনে শাক |
২৬ |
৩.৭০ |
২.৫০ |
০.১০ |
৩০ |
১১০ |
৫.৩০ |
১৮৪ |
০.০৫ |
০.০৭ |
০.২০ |
১২০ |
ডাঁটা শাক |
৩৪ |
৫.৬০ |
১.৬০ |
০.৫০ |
৫৮ |
৭০৩ |
৮.৩০ |
৪২৫ |
০.০১ |
০.১৮ |
- |
১০ |
সবুজ(নটে) শাক |
৪৬ |
৬.৩০ |
৪.০০ |
০.৫০ |
৩৯৭ |
৮৩ |
২৫.৫ |
৯২০০ |
০.০৩ |
০.১০ |
১.২ |
৯৯ |
হেলেঞ্চা শাক |
৪১ |
৫.৫০ |
২.৯০ |
০.২০ |
২৭০ |
- |
৪.৪০ |
৫৭৩ |
- |
- |
- |
৮.৫ |
পেঁয়াজকলি |
৪১ |
৮.৯০ |
০.৯০ |
০.২০ |
৫০ |
৫০ |
০.৫০ |
৯৯৩ |
- |
০.০৩ |
০.৩০ |
১৭ |
লেটুস পাতা |
৫৫ |
২.২৩ |
১.৩৫ |
০.২২ |
৩৫ |
৩৩ |
১.২৪ |
১৬৬ |
০.০৬ |
০.০৬ |
- |
৩.৭ |
কোন সবজিতে কোন ভিটামিন থাকে
সবজির নাম | ভিটামিনের নাম | ||||||||||||
‘এ’ |
‘বি’ |
‘সি’ | ‘ডি’ | ‘ই’ | ‘কে’ | ||||||||
বি১ | বি২ | বি৩ | বি৫ | বি৬ | বি৭ | বি৯ | বি১২ | ||||||
ফুলকপি |
- |
বি১ |
- |
বি৩ |
- |
- |
- |
বি৯ |
- |
‘সি’ |
- |
- |
‘কে’ |
বাধাকপি |
‘এ’ |
- |
- |
- |
- |
বি৬ |
- |
বি৯ |
- |
‘সি’ |
- |
- |
‘কে’ |
শিম |
- |
বি১ | বি২ |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
টমেটো |
- |
বি৬ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
‘ই’ | ‘কে’ |
গাজর |
‘এ’ |
বি৩ |
- |
- |
- |
বি৬ |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
আলু |
- |
বি২ |
- |
বি৩ |
- |
বি৬ |
- |
- |
- |
- |
- |
- |
- |
মিষ্টি আলু |
- |
বি৬ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
সজনে ডাটা |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
বরবটি |
- |
বি১ | বি২ |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
পটল |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
কাঁকরোল |
- |
‘বি’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
চিচিঙ্গা |
‘এ’ |
বি৬ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
‘ই’ |
- |
ধুন্দুল |
‘এ’ |
বি৯ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
লাউ |
- |
বি১ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
‘ডি’ |
- |
- |
মিষ্টি কুমড়া | ‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
‘ই’ |
- |
চাল কুমড়া |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
উচ্ছে / করলা | ‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
মটরশুঁটি | ‘এ’ | বি১ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
‘ই’ |
- |
বেগুন | ‘এ’ | বি৩ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
ঢেঁড়স | ‘এ’ | ‘বি’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
ওল | ‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
কাঁচা কলা | ‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
‘ই’ |
- |
কাঁচাপেপে |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
মূলা |
- |
- |
- |
- |
- |
বি৬ |
- |
বি৯ |
- |
‘সি’ |
- |
- |
- |
ঝিঙে | ‘এ’ |
|
বি২ |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
কাঁচা মরিচ | ‘এ’ | বি১ | বি২ | বি৩ |
- |
বি৬ |
- |
বি৯ |
- |
‘সি’ |
- |
- |
‘কে’ |
ডুমুর | ‘এ’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
‘ই’ |
- |
পলতা | ‘এ’ | বি১ | বি২ |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
- |
কাঁঠাল-বিচি |
- |
বি১ | বি২ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
ডাঁটা |
- |
বি২ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
লাল আলু |
- |
বি৩ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
বিটরুট | ‘এ’ |
- |
- |
বি৩ |
- |
বি৬ |
- |
বি৯ |
- |
‘সি’ |
- |
- |
- |
শালগম |
- |
বি৯ |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘সি’ |
- |
- |
‘কে’ |
মোচা |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘ই’ |
- |
মাশরুম |
- |
‘বি’ |
- |
- |
- |
- |
- |
- |
- |
- |
‘ডি’ |
- |
- |
কোন সবজিতে কত ক্যালরি
প্রতি ১০০ গ্রাম ওজনের বিভিন্ন সবজিতে নিম্নলিখিত পুষ্টি উপাদান বিদ্যমান | ||||||||||||
সবজির নাম | ক্যালরি | কর্বো. | প্রোটিন | ফ্যাট | ক্যাল. | ফস. | লোহা | এ | বি১ | বি২ | বি৩ | সি |
(গ্রাম হিসেবে) | (মিলিগ্রাম হিসেবে) | IU | (মিলিগ্রাম হিসেবে) | |||||||||
ফুলকপি |
৪৩ |
৫.৩ |
৩.৫ |
০.২৮ |
৩৩ |
৫৭ |
১.৫ |
৫১ |
০.০৪ |
০.১ |
১.০ |
৫৬ |
বাধাকপি |
৩০ |
৫.৯ |
১.১ |
০.১ |
৩৯ |
২৬ |
০.৮০ |
২০০০ |
০.০৬ |
০.০৩ |
০.৪ |
১২৪ |
শিম |
৬২ |
৫.১ |
২.৫ |
০.৩ |
২১ |
৪৯ |
০.৬ |
- |
- |
- |
- |
- |
টমেটো |
১৮ |
৭.৭ |
০.৯০ |
০.২০ |
৪৮ |
২৪ |
০.৪০ |
৫০৫ |
০.০৪ |
০.০৬ |
০.৬ |
১৪ |
আলু |
৮৩ |
১৯.১ |
২.০ |
০.১০ |
১১ |
৫৬ |
০.৭ |
৪০ |
০.১১ |
০.০১ |
১.২ |
১৭ |
মিষ্টি আলু |
৩৭৮ |
৩৭.৫৫ |
২.০০ |
০.১৫ |
৩৮ |
৫৪ |
০.৬৯ |
৯৬১ |
০.১১ |
০.১১ |
১.৫ |
১৯.৬ |
বেগুন |
২৪ |
৪.০০ |
০.৩ |
০.৩ |
১৮ |
৪০ |
০.৯ |
১২৪ |
০.০৪ |
০.১১ |
০.৯ |
১২ |
পটল |
২০ |
২.২ |
২ |
৩.৬ |
৩০ |
৪০ |
১.৭ |
২৫৫ |
০.০৫ |
০.০৬ |
০.৫ |
২৯ |
কাঁকরোল |
৫২ |
৭.৭ |
৩.১ |
১.০০ |
৩৩ |
৪২ |
৪.৬ |
- |
- |
- |
- |
- |
ঝিঙে |
১৭ |
৩.৪ |
০.৫ |
০.১ |
৪০ |
৪০ |
১৬ |
৫৬ |
০.০৭ |
০.০১ |
০.২০ |
৫ |
চিচিঙ্গা |
৮৬ |
১২.৫ |
২.০ |
৩.৯ |
৫.১ |
৫ |
৫.৭ |
- |
- |
- |
- |
- |
ধুন্দুল |
১৪ |
১.২ |
০.৭ |
০.১ |
১৯ |
- |
০.৪ |
- |
- |
- |
- |
২১ |
ঢেঁড়স |
৩৫ |
৬.৪ |
১.৯ |
০.১০ |
৬৬ |
৫৭ |
১.৫ |
৫১ |
০.০৪ |
০.১০ |
১.০০ |
৫৬ |
করলা/উচ্ছে |
৬০ |
৯৮ |
২.৯ |
১.০০ |
৫০ |
১৪০ |
৯.৪ |
২১০ |
০.০৭ |
০.৯ |
০.৫ |
২৭ |
কাঁচা কলা |
৬৩ |
১৪.৭ |
১.৪ |
০.২০ |
১০ |
৩০ |
০.৬ |
৫০ |
০.০৫ |
০.০২ |
০.৩ |
২৪ |
লাউ |
১২ |
২.৫ |
০.২ |
০.১ |
২০ |
১০ |
০.৭ |
- |
০.০৩ |
০.০১ |
০.৪ |
৬ |
মিষ্টি কুমড়া |
২৫ |
৯.৭৬ |
১.৪ |
০.১ |
২১ |
৪৪ |
০.৮ |
৮৪ |
০.০৫ |
০.১১ |
০.৬ |
৯ |
চাল কুমড়া |
৯ |
৫.৯ |
০.৪ |
০.২ |
১৯ |
১৯ |
০.৪ |
- |
০.০৪ |
০.১১ |
০.৪ |
১৩ |
মূলা |
২২ |
৪.২ |
০.৬ |
০.১০ |
৪০ |
৪০ |
০.৫ |
৫ |
০.০৬ |
০.০২ |
০.২০ |
১৬ |
বরবটি |
২৭ |
৪.৭ |
১.৭ |
- |
৩৩ |
- |
৫.৯ |
- |
০.১৪ |
০.৩০ |
- |
- |
গাজর |
৪৮ |
১০.৭ |
১.২ |
০.৩০ |
৩৯ |
৩৭ |
০.৮ |
৩১৫০ |
০.০৭ |
০.০৬ |
১.০ |
৫.৯ |
শশা |
১৩ |
২.৫ |
০.৪ |
০.১ |
২০ |
৪১ |
০.৫ |
২৯২ |
০.০৩ |
০.১৩ |
০.৪ |
৭ |
কাঁচাপেপে |
২৯ |
৬.২ |
০.৪ |
০.৩ |
৩৪ |
৬৪ |
০.৯ |
- |
০.১ |
০.০১ |
০.১ |
১২ |
কাঁচা মরিচ |
২৯ |
৩.০ |
২.৯ |
০.৬ |
৩০ |
৮০ |
১.২ |
২৯২ |
০.১৯ |
০.৩৯ |
০.৯ |
১১১ |
ওল |
১১০ |
২৪ |
২.৪ |
০.১ |
৬০ |
২০ |
১.৩ |
১৩০ |
০.০৭ |
- |
০.৭ |
- |
মোচা |
৩৪ |
৫.১ |
১.৭ |
০.৭ |
৩২ |
৪২ |
১.৬ |
৪৬ |
০.০৫ |
০.০২ |
০.৪ |
১৬ |
শালগম |
৩৫ |
৭.৬ |
১.১ |
০.২০ |
৩০ |
৪০ |
০.৪০ |
১২৭০ |
০.০৪ |
০.০৪ |
০.৫০ |
৪৩ |
ডুমুর |
৩৭ |
৭.৬ |
১.৩ |
০.২ |
৬০ |
৩০ |
১.২ |
২৭০ |
০.০৬ |
০.০৫ |
০.৪ |
১৮০ |
বিটরুট |
৪৬ |
৭.৬ |
১.৪ |
০.২০ |
২০০ |
৫৫ |
১.০ |
৬.৭ |
০.০৪ |
০.০২ |
০.৬ |
৮৮ |
কাঁঠাল বিচি |
১৮৪ |
৩৮.৮ |
৬.৬ |
০.৪ |
৫০ |
১৩০ |
১.২ |
১৭ |
০.২ |
০.১১ |
০.৩ |
১১ |
কোন ফলে কত ক্যালরি থাকে
প্রতি ১০০ গ্রাম ওজনের বিভিন্ন ফলে নিম্নলিখিত পুষ্টি উপাদান বিদ্যমান | ||||||||||||
ফলের নাম | ক্যালরি | কর্বো. | প্রোটিন | ফ্যাট | ক্যাল. |
ফস. | লোহা | এ | বি১ | বি২ | বি৩ | সি |
(গ্রাম হিসেবে) | (মিলিগ্রাম হিসেবে) | IU | (মিলিগ্রাম হিসেবে) | |||||||||
পেয়ারা |
৫১ |
১১.২ |
০.০৯ |
০.৩৩ |
১০ |
২৮ |
১.৪ |
- |
০.০৩ |
০.০৩ |
০.০৪ |
২১২ |
কলা |
৯৮ |
২২.৫ |
০.৮ |
০.৫ |
১০ |
৩০ |
০.৫ |
৮০ |
০.৩০ |
০.১০ |
০.৬ |
৮ |
ল্যাংড়া আম |
৮২ |
১৭.৮ |
০.৮ |
০.৮ |
১০ |
২০ |
০.৯ |
১০৩৫ |
- |
- |
১.৫ |
৮৩ |
কালোজাম |
৬২ |
১৪.০ |
০.৭ |
০.৩ |
১৫ |
১৫ |
১.০ |
৮০ |
- |
০.১ |
০.২ |
১৮ |
কাঁঠাল |
৮৮ |
১৯.৮ |
১.৯ |
০.১ |
২০ |
৪১ |
০.৫ |
২৯২ |
০.০৩ |
০.১৩ |
০.৪ |
৭ |
লিচু |
৬১ |
১৩.৬ |
১.১ |
০.২ |
১০ |
৩৫ |
০.৭ |
- |
০.০২ |
০.০৬ |
০.৪ |
৩১ |
আনারস |
৪৬ |
১০.৮ |
০.৪ |
০.১ |
২০ |
৯ |
১.২ |
৩০ |
০.২ |
০.১২ |
০.১ |
৩৯ |
পাকা পেঁপে |
৩২ |
৭.২ |
০.৬০ |
০.১০ |
১৭ |
১৩ |
০.৫০ |
১১১০ |
০.০৪ |
০.২৫ |
০.২০ |
৫৭ |
লেবু (কাগজি) |
৫৭ |
১১.১ |
১.০ |
০.৯ |
৯০ |
২০ |
০.২ |
- |
০.০২ |
০.০২ |
০.১ |
৬৩ |
বাতাবি লেবু |
৪৪ |
১০.২ |
০.৬ |
০.১ |
৩০ |
৩০ |
০.৩ |
২০০ |
০.০৩ |
০.০৩ |
০.২ |
২০ |
বেল |
১৩৬ |
১.৮ |
১.৮ |
০.৩ |
৮৫ |
৫০ |
০.৬ |
৯৩ |
০.১৩ |
১.১৯ |
১.১৪ |
৮ |
আতা |
১১ |
২৬.২ |
১.৬ |
০.৩ |
৩৯৮ |
৪০ |
০.৩ |
- |
০.৩৩ |
০.৪৪ |
১.৩ |
২৬ |
ডালিম |
৬৫ |
১৪.৫ |
১.৬ |
০.১ |
১০ |
৭০ |
০.৩ |
- |
০.০৬ |
০.১ |
০.৩ |
১৩ |
সফেদা |
৯৪ |
২২.৩ |
০.৫ |
১.২ |
১০ |
২০ |
০.৩ |
- |
০.০১ |
- |
০.১ |
৬ |
নারকেল |
৬৬২ |
১৮.৪ |
৬.৮ |
৬২.৩ |
৪০০ |
২১০ |
২.৭ |
- |
০.০৮ |
০.০৬ |
০.৬ |
৭ |
জামরুল |
৪৩ |
৯.৭ |
০.৭ |
০.২ |
১০ |
৩০ |
০.৫ |
২৩৪ |
০.০১ |
০.০৫ |
০.৪ |
৩ |
কচি ডাব |
২২ |
৫.০ |
০.১ |
০.১ |
২০ |
১০ |
০.১ |
- |
- |
- |
০.১ |
২ |
তরমুজ |
১৬ |
৩.৩ |
০.২ |
০.২ |
১১ |
১২ |
৭.৯ |
- |
০.০২ |
০.০৪ |
০.১ |
১ |
আপেল |
৫৫ |
১৩.৩ |
০.৩ |
০.১ |
৯ |
২০ |
১.০ |
- |
০.১২ |
০.০৩ |
০.২ |
২ |
নাসপাতি |
৫৮ |
১৩.৪ |
০.৩ |
০.৩ |
২০ |
২০ |
৩.৬ |
১৪ |
০.০২ |
০.৩ |
০.২ |
- |
কমলালেবু |
৪০ |
৮.৯ |
০.৬ |
০.২ |
৫০ |
২০ |
০.১ |
১৮০০ |
০.১২ |
০.০৬ |
০.৩ |
৮৫ |
আঙুর |
৭১ |
১৬.৫ |
০.৫ |
০.৩ |
২০ |
৩০ |
১.৫ |
- |
০.১২ |
০.০২ |
০.৩ |
৩১ |
কিসমিস |
৩০১ |
৭২.২ |
১.৮ |
০.৫ |
১০০ |
৮০ |
৭.১ |
- |
০.১২ |
০.২৩ |
০.৫ |
৩ |
খেজুর |
১৪৪ |
৩৩.৮ |
০.২ |
০.৪ |
১২০ |
৫০ |
৭.৩ |
৪৪ |
০.০১ |
০.০২ |
০.৯ |
৩ |
আখ |
৮৩ |
২০.৫ |
০.১ |
০.১ |
১০ |
২০ |
০.৩ |
- |
- |
- |
- |
- |
আখের রস |
৩৯ |
৯.১ |
০.১ |
০.২ |
১০ |
১০ |
১.১ |
১০ |
- |
০.০৪ |
০.৬ |
- |
আমলকি |
৯৬ |
৬.৯ |
০.৯ |
- |
- |
- |
১.২ |
- |
- |
- |
- |
৪৪৫ |
লেখকের মন্তব্য
তথ্যসূত্র: ইকিপিডিয়া, বিবিসি বাংলা, Britannica, Food Value Chart: Indian Council of Medical Research, চিন্ময় সেনগুপ্ত রচিত বিনা ওষুধে রোগ নিরাময় গ্রন্থ; সাক্ষাৎকার: নিউট্রিসনিস্ট আয়শা সিদ্দিকাসহ বেশ কিছু অথেনটিক ওয়েবসাইট। |
আপনার সুচিন্তিত মতামত দিয়ে MrDorpon কে আরও সমৃদ্ধ করতে সহযোগিতা করুন। আপনার মতামতটি রিভিউর পর Published করা হবে।
comment url